২৫ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১, ২২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

২০২৩ সালের এসএসসি পরীক্ষার লেখাপড়া : ইসলাম ও নৈতিক শিক্ষা

দ্বিতীয় অধ্যায় : শরিয়তের উৎস, তৃতীয় অধ্যায় : ইবাদাত
-

সুপ্রিয় ২০২৩ সালের এসএসসি পরীক্ষার শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। সংশোধিত পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুযায়ী আজ তোমাদের ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের ‘দ্বিতীয় অধ্যায় : শরিয়তের উৎস’ থেকে আরো ৪টি এবং ‘তৃতীয় অধ্যায় : ইবাদাত’ থেকে ৭টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।
দ্বিতীয় অধ্যায় : শরিয়তের উৎস
নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ৪১ ও ৪২ নম্বর প্রশ্নের উত্তর দাও।
‘কোনো মুসলমান যদি গাছ রোপণ করে অথবা কোনো ফসল আবাদ করে এবং তা থেকে পাখি বা মানুষ অথবা চতুষ্পদ জন্তু ভক্ষণ করে, তবে তার জন্য তা সদকা দানরূপে পরিগণিত হবে।’
৪১। উল্লিখিত হাদিসখানা কোন হাদিস গ্রন্থ থেকে নেয়া হয়েছে?
ক. বুখারি ও মুসলিম খ. বুখারি
গ. মুসলিম ঘ. তিরমিজি
৪২। বৃক্ষরোপণ কোন ধরনের কাজ?
i. সামাজিক কর্মকাণ্ড
ii. সেবামূলক কর্মকাণ্ড
iii. সওয়াবের কাজ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii গ. iii ঘ i ও iii
৪৩। ‘সাওম আমার জন্য, আমি নিজেই এর প্রতিদান দেবো’ এ কথাটি কোথায় বর্ণিত হয়েছে?
i . কুরআন শরিফে ii .তিরমিজিতে
iii. হাদিসে কুদসিতে
নিচের কোনটি সঠিক?
ক. i ও iii খ. i ও ii গ. ii ঘ. iii
৪৪। কুরআন মাজিদের বিশেষত্বের মূল কারণ হলো-
i. ২৩ বছর ধরে নাজিল হয়
ii. পূর্ণাঙ্গ জীবনবিধান
iii. কিয়ামত পর্যন্ত অবিকৃত থাকবে
নিচের কোনটি সঠিক?
ক. i ও iii খ. ii গ. iii ঘ. ii ও iii
উত্তর : ৪১. ক, ৪২. গ, ৪৩. ঘ, ৪৪. ঘ।
তৃতীয় অধ্যায় : ইবাদাত
১। সর্বোত্তম ইবাদাত হলো-
ক) সাওম খ) সালাত
গ) জাকাত ঘ) কুরআন পাঠ
২। জাকাত দানে অস্বীকারকারীকে বলা হয়-
ক) কাফির
খ) মুরতাদ
গ) মুনাফিক
ঘ) মুশরিক
৩। যে ব্যক্তি রোজা রাখে সে কিসের অধিকারী হয়?
ক) পুণ্যের
খ) সম্পদের
গ) ধৈর্যের
ঘ) মর্যাদার
৪। নিচের কোন ইবাদাতে রিয়ার সম্ভাবনা নেই?
ক) হজ
খ) নামাজ
গ) সাওম
ঘ) কুরআন তিলাওয়াত
৫। জিহাদ কয় প্রকার?
ক) ৫ প্রকার
খ) ৪ প্রকার
গ) ৩ প্রকার
ঘ) ২ প্রকার
৬। আল্লাহ-প্রদত্ত অর্থনীতির অন্যতম স্তম্ভ হচ্ছে-
ক) জাকাত
খ) গণিমত
গ) ফিতরা
ঘ) জিযিয়া
৭। মানুষের প্রতি মানুষের অধিকার কয়টি?
ক) ১০টি খ) ৮টি
গ) ৬টি ঘ) ৪টি
উত্তর : ১. খ, ২. ক, ৩. গ, ৪. গ, ৫. ঘ, ৬. ক, ৭. খ ।


আরো সংবাদ



premium cement
৮ মেগা প্রকল্পের নথি তলব দুদকের প্রত্যেক ধর্মের শান্তির বাণী নিজের মধ্যে স্থাপন করতে হবে বিশৃঙ্খলা সৃষ্টির ছক আ’লীগের গণহত্যায় জড়িতদের জায়গা হবে না বিএনপিতে : ফখরুল আশুলিয়ায় লাশ পোড়ানো সাবেক এমপি ও ৪ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে পরোয়ানা আমাদের শাসক আমরা ঠিক করব ভারত নয় : ডা: শফিক প্রত্যর্পণের অনুরোধের বিরুদ্ধে হাসিনাকে কোর্টে যেতে ভারতীয় রাষ্ট্রদূতের পরামর্শ স্বতন্ত্র বিচার বিভাগ ও বিচারপতি নিয়োগ কাউন্সিল গঠন দ্বারপ্রান্তে বাংলাদেশের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত শেখ হাসিনা-জেল সুপারসহ ৬৩ জনের বিরুদ্ধে মামলার আবেদন চিঠির জবাব পেলে হাসিনাকে ফেরানোর পরবর্তী পদক্ষেপ

সকল